উৎসবমুখর পরিবেশে কুষ্টিয়া প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া প্রেসক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার কুষ্টিয়া রেণইউক বিনোদন পার্কে বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার)। এসময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখা গোলাম সবুর, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ আজাদ রহমান, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু সহ কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্যগণ স্বপরিবারে উপস্থিত থেকে বোনভজনের আনান্দ উপভোগ করেন।এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম (বার) এর হাত থেকে পুরুষদের ফুটবল খেলায় দ্বিতীয় স্থান অর্জন করেন কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও ক্রাইম ভয়েস ২৪.কম এর কুষ্টিয়া প্রতিনিধি সুজন কুমার কর্মকার।