ফকিরাপুলে ইয়াং ম্যান্স ক্লাবের ক্যাসিনোতে র্যাবের অভিযান
রাজধানীর ফকিরাপুল ও মতিঝিল এলাকার কেসিনোগুলোতে র্যাবের অভিযান চলছে।ফকিরাপুল এলাকার ইয়াং ম্যান্স ক্লাবের ক্যাসিনোতেও অভিযান চালাচ্ছে র্যাব।র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে।
রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় ‘ইয়াং ম্যান্স ক্লাবে’র ক্যাসিনোত অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই ক্লাবের মালিক ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান শুরু করে র্যাব-৩ এর একটি দল। এতে নেতৃত্বে দিচ্ছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ও র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আক্তারুজ্জামান।
সারওয়ার আলম বলেন, বিকেল ৫টা থেকে ইয়াং ম্যান্স ক্লাব নামের এই ক্যাসিনোতে অভিযান শুরু হয়। এটি অবৈধভাবে চালানো হচ্ছিলো। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
বর্তমানে ইয়াং ম্যান্স ক্লাবটি ঘিরে রেখেছেন র্যাব সদস্যরা।