অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাদিয়া গ্রামে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এ সময় ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে বড়আব্দা গ্রামের আব্দুল হাই মিয়া ছেলে লাল মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা।
ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশ।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।