অবৈধ বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা
শেরপুরের শ্রীবরদীতে কর্ণঝোড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে মাসুদ নামের এক ব্যক্তিকে। এছাড়া ২শ ঘনফুট বালু জব্দ করা হয়।
শনিবার দুপুরে উপজেলার সিংগাবরুণা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান।
সহকারী কমিশনার (ভূমি) আতাউর রহমান বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে।