এলো ভ্রাতৃত্ব ও সাম্যের ঈদ
মুসলমানদের সবচেয়ে বড় উৎসব, ভ্রাতৃত্ব ও সাম্যের অনুপম দিন পবিত্র ঈদুল ফিতর আজ মঙ্গলবার।
ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদ মানে কোমলমতি শিশুদের উচ্ছ্বাস আর উল্লাস, স্বজন আর বন্ধুদের মিলনমেলা, হৈহুল্লোড়, ঘুরে বেড়ানো। ঈদ মানে কোলাকুলি, করমর্দন
ঈদ মানে প্রতিবেশীদের নিয়ে খাওয়া-দাওয়া, আড্ডা দেওয়া। নাড়ির টানে গ্রামে গিয়ে মা-বাবা, ভাইবোনদের সঙ্গে একত্র হওয়া। নতুন জামাকাপড় পরা। এ উৎসবকে কেন্দ্র করে সারাদেশে মানুষ এখন প্রস্তুত। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিপুলসংখ্যক মানুষ নানা প্রতিকূলতা উপেক্ষা করে গ্রামের বাড়িতে।
গত দুই বছর বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারির কারণে ঈদ উদযাপিত হয়েছে সীমিত পরিসরে। ঈদগাহের পরিবর্তে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এবার আবার ঈদের জামাত ফিরছে উন্মুক্ত ময়দানে, ঈদগাহে।
রাজধানীতে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে। বরাবরের মতো এবারও ঈদ উপলক্ষে গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার হবে।
দেশে ঈদ উৎসবকে মহা আনন্দের এক মিলনমেলা হিসেবে দেখা হয়।