ওয়ারীতে গোডাউনে আগুন
পুরান ঢাকার ওয়ারীতে একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে ওয়ারীর সুপারশপ মীনা বাজারের পাশে ওই গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রাত ৮টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। রাত ৯টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকার নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মাহফুজ বিষয়টি নিশ্চিত করেন। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।