ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে বিআরইউতে আলোচনা সভা
ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) আয়োজন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মে) সন্ধ্যা বরিশাল রিপোর্টার্স ইউনিটির শহীদ জননী সাহান আরা বেগম স্মৃতি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিআরইউর সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক দপ্তর সম্পাদক নয়ন মুরাদ।
বক্তারা বলেন, মুক্ত সাংবাদিক দেশ, জাতি জ্ঞানভিত্তিক সমাজের জন্য প্রয়োজন। মুক্ত সাংবাদিকতার চর্চার জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কালের কন্ঠের বরিশাল ব্যুরো রিপোর্টার মইনুল ইসলাম সবুজ, বিআরইউ’র কোষাধ্যক্ষ বশির আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক রাসেল হোসেন, সদস্য আবুল বাশার, জিয়াউর করিম মিনার, এন আমিন রাসেল, আমিন শুভ প্রমুখ।