কথাকাটাকাটিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২০
হবিগঞ্জের বানিয়াচংয়ে কথাকাটাকাটি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলা সদরের দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত নূর হোসেন (৬২), রিপা বেগম (২২), মৌসুমীকে (২৩) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, প্রথমরেখ গ্রামের নূর হোসেন এবং রহিম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে মঙ্গলবার রাতে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ ২০ জন আহত হয়। এ ঘটনায় পুলিশ রহিম মিয়ার পরে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।