করোনার দ্বিতীয় ডোজের টিকা ২ বার দেওয়া হলো জজ মিয়াকে!
নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জজ মিয়া (৩৯) নামে মুদি দোকানিকে এক মিনিটের মধ্যে দুই ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকাল ১০টার দিকে ঠিকা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে আসেন জজ মিয়া। তিনি উপজেলার পৌরশহরের আল মবিন রোডের বাসিন্দা।
জজ মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, গত মাসের ২৭ জুলাই প্রথম ডোজ টিকা নেন তিনি। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিচতলায় (নতুন ভবন) টিকা নিতে আসেন তিনি। টিকা দেওয়া আলমগীর হোসেন প্রথমে তার ডান হাতে একটি টিকা পুশ করেন। চেয়ারেই বসে ছিলেন জজ মিয়া। এরপর আলমগীর টিকার কাগজ দেখতে চান এবং পুনরায় জজ মিয়ার ডান হাতের একই স্থানে আরেকটি টিকা পুশ করেন।
টিকা নেয়া শেষে জজ মিয়া এলাকার কয়েকজনের সঙ্গে বিষয়টি জানালে দুবার টিকা নেয়ার বিষয়টি প্রকাশ্যে চলে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক গুঞ্জন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর মোহাম্মদ শামছুল আলমের কয়েক দফা ফোন দেওয়া হলে তিনি ধরেননি।
কিছুক্ষণ বিরতি দিয়ে ফোন দেওয়া হলে তিনি কেটে দেওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, বিষয়টি শুনেছি এবং ঘটনাটির খোঁজ নিয়ে দেখচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হবে।