কর্মস্থলে ফেরা মানুষের ঢল, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নেমেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। লঞ্চ ও স্পিডবোটে ঢাকাগামী যাত্রীদের ভিড়। সকাল থেকেই দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় আসতেন শুরু করেছেন।
এতে ভিড় দেখা দিয়েছে শিমুলিয়া ঘাটে বাস কাউন্টার ও ব্যক্তিগত যানবাহনগুলোতে। সেখানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। চাপ না থাকলেও লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত যাত্রী ও ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে বরাবরের মতো।
ঢাকাগামী যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে বাস, মোটরসাইকেলসহ নানা পরিবহণে গন্তব্যে যাচ্ছেন। পরিবহণে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে।
এদিকে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটের শিমুলিয়া ঘাট স্বাভাবিক থাকলেও বাংলাবাজার ও মাঝিরকান্দি ঘাটে আটকে রয়েছে শত শত যানবাহন।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া সহকারী ম্যানেজার (বাণিজ্য) মো. জামাল হোসেন জানান, শিমুলিয়া ফেরিঘাট স্বাভাবিক রয়েছে। তবে বাংলাবাজার ও মাঝিরকান্দি ঘাটে ঢাকাগামী যানবাহন প্রচুর চাপ রয়েছে।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া ফেরিঘাটের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, লঞ্চ ও স্পিডবোটে ঢাকাগামী যাত্রীর প্রচুর চাপ রয়েছে। ঘাট দিয়ে ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট চলাচল করছে।