কাঁঠালবাড়ির জনসভায় প্রধানমন্ত্রী
মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকাল থেকেই অপেক্ষা করছিলেন লাখো মানুষ৷ অপেক্ষার প্রহর শেষে পদ্মা সেতু উদ্বোধনের পর সরাসরি জনসভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। এর পর দুপুর সোয়া ১টার দিকে তিনি বক্তব্য শুরু করেন।
সভামঞ্চে প্রধানমন্ত্রী এলে তাকে স্লোগান দিয়ে অভিনন্দন জানায় সভায় উপস্থিত লাখো জনতা। স্লোগানে মুখরিত হয় চারদিক। প্রধানমন্ত্রী সভাস্থলে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।
এর আগে জাজিরায় পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।