কাজিপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ কাটার সংবাদে তোলপাড়
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরশিভাঙ্গা বুজরক আলী বেগম ময়না (বিএবিএম) উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের গাছ কাটার সংবাদে প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। গতকাল (২ জানুয়ারি) ক্রাইম ভয়েস ২৪ .কম এ এসংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের ভিত্তিতে (৩ জানুয়ারি) রবিবার সকালে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিত নির্দেশ দেন। নির্দেশ পেয়েই রবিবার দুপুরে ঘটনাস্থল ওই শিক্ষাপ্রতিষ্ঠানে যান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামিম আরা ও একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামিম আরা জানান, ঘটনার তদন্তে গাছ কাটার প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে আমি লিখিত আকারে রিপোর্ট দেব। এদিকে কোনো আনুষ্ঠানিক অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ কাটার ঘটনায় এলাকার সচেতন মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কোনো প্রকার সরকারি অনুমতি ছাড়া বরশিভাঙ্গা বুজরক আলী বেগম ময়না (বিএবিএম) উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পাঁচটি মেহগনি গাছ বিক্রি করেন কলেজের অধ্যক্ষ। শনিবার (২ জানুয়ারি) সকালে ওই বিক্রিকৃত গাছগুলো কাটার কাজ শুরু করেন গাছের ক্রেতা সাইফুল ইসলাম