কাস্টমস কর্মকর্তার অবৈধ সম্পদই কোটি টাকার বেশি
কাস্টমস কর্মকর্তার অবৈধ সম্পদই ১ কোটি ২৩ লাখ ২১ হাজার ৭৯০ টাকার। দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় ১৪ লাখ টাকার সম্পদ গোপন রাখা হয়।
এছাড়া হিসেবে দেখা গেছে ৬৯ লাখ ২৪ হাজার ৭৪ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন সাবেক কাস্টমস পরিদর্শক মো. নিজাম উদ্দিন।
বুধবার (২৫ আগস্ট) এসব তথ্য উল্লেখ করে মামলা করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
দুপুরে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করা হয়। নিজাম উদ্দীন কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের সাবেক কাস্টমস পরিদর্শক।
মামলার এজাহারে বলা হয়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের সাবেক কাস্টমস পরিদর্শক মো. নিজাম উদ্দিনের বিরুদ্ধে তার নিজ নামে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ২৩ লাখ ২১ হাজার ৭৯০ টাকার সম্পদের প্রমাণ পাওয়া গেছে।
এর মধ্যে দুদকে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন বলেও তদন্তে উঠে এসেছে।