কিডনী বিকল হওয়া সেই মেধাবী সুজন রাজবংশী আর নেই।
কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ্ সাত মাস অতিবাহিত হওয়ার কিডনী প্রতিস্থাপন অপাশেন হয় সুজনের। মায়ের একটি কিডনী দিয়েও বাঁচাতে পারলো না সুজনকে।কিডনী প্রতিস্থাপনের অপারেশন ভাল ভাবে সফল হয়েছিল। অপারেশন সফল হওয়ার কয়দিন পর ব্রেইন ষ্ট্যোক হয় সুজনের।ষ্ট্যোকের পর ডাক্তার সুজনকে লাইফ সার্পোটে রাখেন। সুজনের বোন জামাই সুভাষ রাজবংশী জানায়, লাইফ সার্পোটে দুই তিন দিন থাকার পর গতকাল রাতে ডাক্তার নিশ্চিত করে তার মৃত্যু হয়েছে।
সুজনের যেঠামশায় নালু রাজবংশী জানায়, এলাকাবাসী, বন্ধু, বান্ধবী, শুভাকাঙ্খী অপারেশনের জন্য সহযোগীতা করেছেন তাদের মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে আর্শিবাদ চেয়েছেন। তিনি আরো জানান, সুজনের সৎকাজ কাটিগ্রাম মহাশ্মশানে সমাধি করা হবে।
এলাকাবাসী, বন্ধু, বান্ধবী, শুভাকাঙ্খী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।