কুসিক নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা উপাচার্যের!
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বুধবার (১৫ জুন) অনুষ্ঠিত হবে সিটি নির্বাচন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
উপাচার্যের নিজস্ব ক্ষমতাবলে এই ছুটি ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সিটি কর্পোরেশন এলাকায় পরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তাই উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
গত ২৫ এপ্রিল কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৭ মে। মনোনয়নপত্র বাছাই ১৯ মে ও প্রত্যাহারের শেষ সময় ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে। আগামী ১৫ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১০৫টি কেন্দ্রের ৬৪০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।