কুয়েতে অবৈধ অভিবাসীরাও পাচ্ছেন টিকা
কুয়েতে দ্রুতগতিতে চলছে টিকাদান কার্যক্রম। কর্মসূচির অংশ হিসেবে এবার বিভিন্ন দেশের আকামাহীন অবৈধ অভিবাসীদের টিকা প্রদান শুরু করেছে। যেসব প্রবাসীদের কাছে পুরাতন সিভিল আইডি অথবা পাসপোর্ট কপি রয়েছে তাদের টিকা প্রদান করা হচ্ছে।
স্থানীয়সহ বিভিন্ন দেশের অভিবাসী মিলে প্রায় ৭০% লোককে টিকা প্রদান করা হয়েছে। করোনা সক্রামণ কমে যাওয়া কয়েটি হাসপাতালের করোনা ইউনিটি বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্বের মতো ধীরে ধীরে ব্যবসায় বাণিজ্যসহ অফিস আদালতে বেড়েছে জনবল। দেশটির মন্ত্রিপরিষদের অনুমোদনের পর বুধবার ২৪ আগস্ট কুয়েত সিভিল এভিয়েশন বাংলাদেশ, ভারত, পাকিস্থান, নেপাল, মিসর ও শ্রীলংকার সঙ্গে পুনরায় সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
ছুটিতে গিয়ে কুয়েতের বাইরে আটকে থাকা প্রবাসীরা কুয়েত সরকার অনুমোদিত টিকাগ্রহণ করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে দেশটি প্রবেশের সুযোগ পাবেন। যাত্রীদের অতিরিক্ত চাহিদা থাকায় একটি পরিকল্পনার মাধ্যমে কুয়েত বিমানবন্দরে আগত যাত্রীদের সংখ্যা বাড়াতে মন্ত্রিপরিষদকে অনুরোধ জানায় সিভিল এভিয়েশন।