কোটালীপাড়ায় আগুনে ৮ দোকান ভস্মীভূত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঘাঘর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে।
বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ওষুধ, জুতা, কাপড়, বই, কম্পিউটারসহ মোট ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করা হচ্ছে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি।