খেলা শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের
নেত্রকোনার দুর্গাপুরে ফুটবল খেলা শেষে নদীতে হাত-পা ধোয়ার সময় আব্দুল হাকিম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর সদর ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। আব্দুল হাকিম দুর্গাপুর সদর ইউনিয়নে মেনকিফান্দা গ্রামের মনসুর আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল হাকিম দীর্ঘদিন ধরে একই গ্রামে মামার বাড়িতে থাকতো। সে মৃগী রোগী ছিল এবং পানি দেখলে মাঝে মধ্যে খিঁচুনি ওঠত। ওই দিন বিকালে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় মামার বাড়ির সামনে নদীতে হাত-পা ধুতে হাঁটুপানিতে নামেন আব্দুল হাকিম।
এ সময় হঠাৎ তার খিঁচুনি দেখা দিলে তার মামাতো বোনের চিৎকারে বাড়ির লোকজন হাকিমকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তাব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম বুধবার সকালে সাংবাদিকদের বলেন, হাকিমের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখার জন্য মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।