গোপালগঞ্জে ভুয়া ‘ডাক্তারকে’ কারাদণ্ড
গোপালগঞ্জে গোলাম মাসুদ মৃধা নামে এক ভুয়া ‘ডাক্তার’কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মামুন খান এ কারাদণ্ড দেন।
মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজ মসজিদ রোডের সিটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের টিম।
এ সময় চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ পরিচয় দেওয়া গোলাম মাসুদ মৃধার কাগজপত্র দেখতে চাইলে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন এ ভুয়া ডাক্তার।