ঘিওরে নববধূ খুন
সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ:মানিকগঞ্জের ঘিওরে মেহেদির রঙ না শুকাতেই নির্মমভাবে খুন হয়েছেন এক নববধূ।
২১ জুলাই (বৃহস্পতিবার) সকালের দিকে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা গ্রামের রূপক(২৮) এর স্ত্রী সুমী আক্তার (২০) খুন হন। মানিকগঞ্জ জর্জ কোর্টের মহুরি রূপক আহমেদ মৃত, রশিদ মিয়া ও রওশনারা বেগমের ছেলে। নিহত সুমী আক্তার একই ইউনিয়নের কাকজোড় এলাকার রহম আলী ও রওশন আরার মেয়ে।
স্হানীয় সূত্র জানা যায়, দুই মাস আগে আড়াই লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্ণ যৌতুক নিয়ে রূপক সুমীকে পারিবারিকভাবে বিবাহ করেন।
নিহত সুমীর ভাই জামিল জানান, সুমীর স্বামী রূপকই এই খুন করেছেন। এই খুনের সাথে রূপকের পরিবারের লোকজন জড়িত থাকতে পারেন।
ঘিওর থানা অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমদ বিপ্লব দৈনিক মানবকণ্ঠকে জানান, দুপুরের দিকে একজন আইনজীবীর ফোনের মাধ্যমে জানতে পারি শোলধারা এলাকায় তাঁর বোনের গলায় তাঁর ভাগ্নে বৌ জখম করেছে। এ সংবাদের সত্যতা যাচাই করতে তাৎক্ষণিক থানা থেকে ঘটনাস্থলে অফিসার পাঠাই। কিন্তু ঘটনাস্থলে এসে আমার অফিসাররা দেখেন যার বিরুদ্ধে অভিযোগ তিনি খুন হয়েছেন। এখন আমরা রহস্যময় এ খুনের ঘটনা উদঘাটনের চেষ্টা অব্যাহত রেখেছি। ঘটনাস্থলে এসে রূপক ও তার মা রওশন আরা বেগমকে বাড়িতে পাওয়া যায়নি।