ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে সাপের কামড়ে লামিয়া খাতুন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত লামিয়া খাতুন মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকার সুমন আলীর মেয়ে।
নিহত লামিয়ার বাবা সুমন আলী জানান, রাতে লামিয়া তার মায়ের কাছে ঘুমিয়ে ছিল। গভীর রাতে তাকে সাপে কামড় দিলে সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে সে মারা যায়।