চট্টগ্রামে আরেক কনটেইনার ডিপোতে আগুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে গত সপ্তাহের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সোমবার পতেঙ্গার একটি কনটেইনার ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার রাত পৌনে ৯টার দিকে পতেঙ্গার ভারটেক্স অফ-ডক লজিস্টিকস সার্ভিস লিমিটেড নামে একটি বেসরকারি কনটেইনার ডিপোতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।
পতেঙ্গার কেইপিজেড ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. শহীদুল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার পর ওই ডিপো ও সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারটেক্স কনটেইনার ডিপোতে থাকা একটি তুলার কনটেইনারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।
তিনি বলেন, তুলাভর্তি কনটেইনারের দরজায় আগুন লেগে যায়। সে সময় বৃষ্টি হচ্ছিল। আগুন ছড়িয়ে যেতে পারেনি।
তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি বলে উল্লেখ করেছেন তিনি।