চট্টগ্রামে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার মাদক মামলায় দুইজনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার কুতুবুনিয়া এলাকার হোসেন আহম্মেদের ছেলে মো. শফি ও একই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে আবছার উদ্দীন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
মঙ্গলবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
তিনি বলেন, দুই আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই আসামি আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি নগরীর কোতোয়ালী থানার স্টেশন রোডের ঢাকা হোটেল থেকে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬৯৫ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। পরে কোতোয়ালী থানায় মাদকের মামলা হয়। আদালতে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।