চাঁদপুরের সেলিম খানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
চাঁদপুরের ইউপি চেয়ারম্যান সেলিম খানের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদিক আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। সেলিম খানের বিরুদ্ধে মেঘনা নদীর ডুবোচর থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে কারসাজি করে সরকারের কোটি টাকা হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।