চাকরির নামে টাকা আত্মসাৎ গ্রেপ্তার ২
বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। তারা হলেন মো. মোশারফ হোসেন ও মো. জিয়া উদ্দিন।
গতকাল মঙ্গলবার ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, গত সোমবার রাতে রাজধানীর দারুস সালাম থানার আনন্দনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন, ৭টি সিম, ভুয়া প্রশ্ন ও নিয়োগপত্র জব্দ করা হয়। প্রতারক চক্রটি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সংগ্রহে রাখে। পরে সখ্য গড়ে সাধারণ চাকরিপ্রার্থী ও তাদের অভিভাবকদের কাছে নিজেদের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেবেন বলে আশ্বস্ত করে টাকা হাতিয়ে নিতো।