চুনারুঘাটে বন্ধ হচ্ছে না অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে খাস জমি থেকে মাটি কাটা ও খোয়াই নদীর চর থেকে বালু উত্তোলনের দায়ে মোঃ রাসেল মিয়া (৩০) ও সেলিম মিয়া (২৯) কে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টায় চুনারুঘাট উপজেলার রাখী মৌজার রাজার বাজার ব্রীজ সংলগ্ন এলাকার খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় রাসেলকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ এর ১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।
একই দিনে রাখী মোজার খোয়াই নদী থেকে অবৈধভাবে ভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলার পাকুড়িয়া গ্রামের আশ্বব উল্লাহর পুত্র সেলিম মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।
এলাকাবাসী জানান, প্রশাসন বারবার মামলা ও জরিমানা করেও অবৈধভাবে বালু ও মাটিকাটা বন্ধ করতে পারছে না।
খোয়াই নদীর বাঁধের ভেতর থেকে মাটি ও বালু উত্তোলন করায় পাকুরিয়া ও রাজার বাজার খোয়াই সেতু দুটি হুমকির মুখে পড়েছে।
চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক কালের কণ্ঠকে বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এদের ছাড় দেয়া হবে না।