জামালপুরে যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী একটি লোকাল ট্রেনের বগি জামালপুর টাউন জংশন স্টেশনে প্রবেশমুখে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যার পর লাইনচ্যুত হয়েছে। তবে ট্রেনের গতি কম থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জামালপুর রেল স্টেশনের মাস্টার মো. আছাদ উজ-জামান জানান, বৃহস্পতিবার বিকালে যাত্রীবাহী লোকাল ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে ঢোকার আগ মুহূর্তে বগিটি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি ২নং লাইনে লাইনচ্যুত হওয়ার কারণে অন্যান্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি।
তিনি আরও জানান, ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধারে কাজ শুরু করেছে।