টাঙ্গাইলের মির্জাপুরে পলিথিন জব্দ, তিন ব্যবসায়ীর জরিমানা
টাঙ্গাইলের মির্জাপুরে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৭৫ কেজি পলিথিন জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
মঙ্গলাবার ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে উপজেলার বিভিন্ন বাজারে নিষিদ্ধ পলিথিক বিক্রি করছে এক শ্রেণির অসুধু ব্যবসায়ীরা। মঙ্গলবার মির্জাপুর বাজারে মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন অভিযান পরিচালনা করেন।
এ সময় পলিথিন বিক্রির সময় শ্যামল সরকার, সাইদুর রহমান ও আইয়ুব মিয়াকে আটক করে ভ্রাম্যমা আদালত। পরে তাদের কাছ থেকে ৭৫ কেজি পলিথিন জব্দ করে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এগুলো ধংস করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেন বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।