ট্রলারে বেড়ানোর সময় নদীতে পড়ে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
বরিশালে বন্ধুদের সঙ্গে ট্রলারে বেড়ানোর সময় কীর্তণখোলা নদীতে পড়ে ফাহাদ হোসেন (১৬) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন এলাকায় কীর্তণখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ফাহাদ নগরীর গোঁড়াচাঁদ দাস রোডের বাদল মিয়ার ছেলে। সে বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি শুরু করে।
ডুবুরি দলের টিম লিডার হাবিবুর রহমান সমকালকে জানান, ঘটনাস্থলে ৮০ ফুট গভীর পানি। নদীতে তীব্র স্রোত। ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
হাবিবুর রহমান জানান, ফাহাদ ও তার বন্ধুরা শুক্রবার বিকেলে ডিসির লঞ্চঘাট থেকে একটি ট্রলারে করে ঘুরতে বের হয়। এক কিলোমিটার দূরের বিনোদন স্পট ত্রিশ গোডাউনের দিকে রওনা হয় তারা। ঘাট ত্যাগ করে ট্রলারটি ২০০ গজ সামনের মুক্তিযোদ্ধা পার্ক এলাকা অতিক্রমকালে ফাহাদ ট্রলার থেকে নদীতে পড়ে যায়।
তিনি বলেন, বন্ধুদের দেওয়া তথ্য অনুযায়ী ৫টা ২০ মিনিটে ফাহাদ নদীতে পড়েছে। খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময়ের মধ্যে ফাহাদের বন্ধুরা সটকে পড়েন।
ট্রলারের মাঝি জানান, ১৫-২০ জন বন্ধু ট্রলারে ওঠার পর হৈ-হুল্লোর করতে থাকে। ফাহাদ কখন নদীতে পড়েছে তা তিনি টের পাননি। তার সঙ্গের বন্ধুরা জানায়, সে নদীতে পড়ে গেছে।