ঢাকামুখী যাত্রীর চাপ বাড়ছে চাঁদপুর লঞ্চঘাটে
ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে চাঁদপুর লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ বেড়েছে। আগামী রোববার পর্যন্ত এই চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং লঞ্চমালিকরা।
আজ শুক্রবার ভোর ৬টা থেকে দুপুর ১১টা পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান করে দেখা যায়, এই পাঁচ ঘণ্টার ব্যবধানে নির্দিষ্ট সময়ে যাত্রীবাহী পাঁচটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। পরের দিকে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় দ্রুত লঞ্চগুলো ছেড়ে দেওয়া হয়। লঞ্চঘাটের ব্যবস্থাপনা ও যাত্রীদের নিরাপত্তায় সেখানে বিআইডাব্লিউটিএ, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট, নৌপুলিশ ও আনসার সদস্যদের কাজ করতে দেখা যায়।
ঢাকামুখী রফরফ লঞ্চের যাত্রী শহিদুর রহমান বলেন, ঢাকা থেকে আসার সময় ভিড় বেশি থাকলেও, যাওয়ার সময় ততটা ভিড় হচ্ছে না।
বিআইডব্লিউটিএর উপপরিচালক কায়সারুল ইসলাম প্রথম আলোকে বলেন, এবার লম্বা ছুটি থাকায় কর্মস্থলের ফেরার চাপ শুক্রবার পর্যন্ত কম দেখা গেছে। তবে শনি ও রোববার এই চাপ বাড়বে।