ঢাকা রেঞ্জের সেরা পুলিশ সুপার গোলাম আজাদ খান
ঢাকা রেঞ্জের সেরা পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ জেলার এসপি মোহাম্মদ গোলাম আজাদ খান (পিপিএম বার)।
এপ্রিল মাসে বিভিন্ন অপরাধ প্রতিরোধে কাজ করে ঢাকা রেঞ্জের ১৩ জেলার মধ্যে সেরা পুলিশ সুপার নির্বাচিত হন তিনি।
মঙ্গলবার ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয় জেলা পুলিশ সুপারদের নিয়ে। এতে এপ্রিল মাসের মূল্যায়নে ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে প্রথম স্থান অধিকার করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় গোলাম আজাদ খানের হাতে ক্রেস্ট তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ হাবিবুর রহমান (বিপিএম বার, পিপিএম বার)।
ঢাকা রেঞ্জের সেরা পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় বুধবার দুপুরে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সিংগাইর সার্কেলের এএসপি মোহা. রেজাউল হক, সিংগাইর থানার ওসি মেহাম্মদ সফিকুল ইসলাম মোল্যাসহ অন্য কর্মকর্তারা।