ঢাকা শিল্পকলায় মঞ্চায়িত হলো “থিয়েটার ৫২” এর মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ নাটক
সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ:বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হলো মুক্তিযুদ্ধভিত্তিক বিশেষ নাটক “নননপুরের মেলায় একজন কমলাসুন্দরী ও একটি বাঘ আসে”।
গত শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা ৭টায় ঢাকা সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি মঞ্চে বদরুজ্জামান আলমগীর এর রচনায় এবং জয়িতা মহলানবীশ এর নির্দেশনায় নাটকটি মঞ্চায়িত হয়েছে। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে নদীর পানিতে ভেসে আসা একটি ছোট্ট শিশুকে কেন্দ্র করে মূলত এই নাটকের পটভুমি রচিত হয়েছে। এই নাটকে মুক্তিযোদ্ধা, রাজাকার ও পাকসেনাদের কর্মকান্ড নিয়ে রয়েছে বিস্তর অবতারণা। নাটকের কস্টিউম, লাইটিং এবং মিউজিক ছিল অসাধারণ।
সুরভী রায়, নজরুল ইসলাম সোহাগ, নূরে খোদা ও দেবজ্যোতি রায় বিশাল এর অভিনয় ছিল দর্শকনন্দিত।
এ নাটকে আরো অভিনয় করেন রবিন বসাক, এন.কে মাসুক, রুবাইয়া মনজুর পিপ, নাদিম হাসান, আদিব খান, রবি ইসলাম, রেহানা ইসলাম, রুদ্র রায় অপু, আরিয়ান শাকিল, অপূর্ব, বনানী সাহা, সাবিকুন নাহার, শিবলী সাদিক, তাজরিন রহমান সুমা, সংগ্রাম হোসেন, আব্দুল্লাহ রিফাত প্রমুখ।
উপস্থিত শ্রোতারা নাটক শেষে জানান, “থিয়েটার ৫২” এর নির্দেশক জয়িতা মহলানবীশকে ধন্যবাদ। তাঁর অক্লান্ত পরিশ্রম, যথার্থ শিল্পী নির্বাচন এবং সঠিক প্রশিক্ষণের কারণে আজ আমরা মনোমুগ্ধকর একটি মঞ্চ উপভোগ করলাম।। কঠোর পরিশ্রম আর দৃঢ়তায় এ থিয়েটারের পরিচিতি ক্রমান্বয়ে গোটা বাংলায় ছড়িয়ে পড়বে এবং এর শিল্পীরা ভবিষ্যতে ভূয়সী প্রশংসায় উদ্ভাসিত হবে বলে আমরা বিশ্বাস করি।