তুলশীগঙ্গা নদীতে ‘ডিপজলে’র লাশ
জয়পুরহাটের ক্ষেতলালে তুলশীগঙ্গা নদী থেকে জাহানুর ইসলাম ডিপজলের (২০) লাশ উদ্ধার করলেন স্থানীয় জেলে। নিখোঁজের ১৮ ঘণ্টা পর ওই প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়।
জাহানুর ইসলাম ডিপজল উপজেলার মামুদপুর ইউনিয়ন উত্তর জিয়াপুর গ্রামের আবু কালামের ছেলে।
ঘটনা সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টায় নদীতে নিখোঁজ হওয়া ডিপজল তুলশীগঙ্গা নদীর সন্যাসতলী ঘাট এলাকায় ব্রিজের ওপর থেকে নদীতে পড়ে যান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ৮ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়েও খোঁজ মেলেনি ওই প্রতিবন্ধীর। ওই দিন সন্ধ্যা ৬টায় তল্লাশি অভিযান স্থগিত করে উদ্ধারকারী দল।
পরদিন সোমবার সকালে ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই ভোর ৬টায় জিয়াপুর গ্রামের শ্যামল চন্দ্র দাস নামে এক জেলে নদীতে মাছ ধরতে গিয়ে তার ভেসে উঠা লাশ দেখে চিৎকার দেন। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোববার নদীতে নিখোঁজ হওয়া ডিপজলকে সোমবার সকালে ওই এলাকার জেলে নদীতে মাছ ধরতে গিয়ে লাশ নদীতে ভেসে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরে প্রশাসনকে জানিয়ে তার পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
ক্ষেতলাল থানার ওসি নিরেন্দ্রনাথ মণ্ডল বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে নিহতের লাশ দাফন করার অনুমতি দিয়েছি।