দরজা ভেঙে ড্রামের ভেতর থেকে বের করা হলো কঙ্কাল
ঢাকার আশুলিয়ায় একটি বহুতল ভবনের তিনতলার একটি বাথরুমের ভেতর থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি গলে কঙ্কালে পরিণত হয়েছে।
শনিবার বিকালে আশুলিয়ার জামগড়া এলাকার হিওন গার্মেন্টস সংলগ্ন ইদ্রিস কাজীর মালিকানাধীন পাঁচতলা ভবনের তৃতীয়তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাড়ির মালিকের স্ত্রী নাছরিন কাজী জানান, সকালে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা ওই কক্ষ থেকে দুর্গন্ধ পান। ওই কক্ষের লোকজন প্রায় এক মাস যাবত বাড়িতে গেছেন। পরে ভাড়াটিয়ার দরজার তালা ভেঙে দেখতে পান বাথরুমের ড্রামের মধ্যে একটি বস্তা। সেই বস্তা থেকেই দুর্গন্ধ আসছে। এ সময় বাড়ির ম্যানেজার আশুলিয়া থানায় খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ এসে অজ্ঞাত লাশটি টয়লেটের ভেতর পানির ড্রামের মধ্যে থেকে উদ্ধার করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি কাজী নাসের বলেন, অজ্ঞাত লাশটি পচে কঙ্কাল হয়ে গেছে। ওই বাসায় আনোয়ার নামের এক রাজমিস্ত্রি থাকতেন। তার ঠিকানা কেউ জানেন না। তার ঠিকানা জানার চেষ্টা চলছে।