দাউদকান্দিতে অর্ধকোটি টাকার গাঁজাসহ আটক ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বিপুল পরিমাণ গাঁজাসহ দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার ৬টায় মহাসড়কের টোলপ্লাজা এলাকায় দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন- জেলার সদর দক্ষিণ থানার পুরাতন চৌয়ারা গ্রামের এখলাস মিয়ার ছেলে নুরে আলম (২৫) ও চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সুস্বাদ গ্রামের আবুল হাসেমের ছেলে নুর হোসেন (২৪)।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আমরা দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকাগামী একটি রাশ প্রাইভেট গাড়িতে (ঢাকা মেট্রো ঘ-১৫-২৮১৩) তল্লাশি চালিয়ে প্রায় আড়াই মণ গাঁজা উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
চালক নুরে আলমসহ দুইজনকে আটক এবং গাড়িটি জব্দ করা হয়েছে।