দেশের সব মানুষকে টিকার আওতায় আনা হবে: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের সব মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে। সরকার টিকা সংগ্রহের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্বের সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ অব্যাহত আছে। এছাড়া আমাদের দেশেও টিকা উৎপাদনের চেষ্টা চলছে। সেজন্য সরকার বসে নেই বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার ‘কোভিড-১৯ প্রতিরোধ কমিটির সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা ও যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে কোভিড-১৯ জরুরি চিকিৎসাসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি যুক্তরাজ্য সফরের অভিজ্ঞতা বর্ণনা করে মন্ত্রী বলেন, উন্নত দেশ কোন অবস্থায় রয়েছে আর আমাদের সরকার জনগণের জন্য কী কাজ করছে তা খতিয়ে দেখতে হবে। আমাদের প্রধানমন্ত্রী দেশের জন্য, দেশের মানুষে জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন তা বিশ্বে অনুকরণীয়। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করা দরকার বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, করোনাভাইরাস থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। মৌলভীবাজারে আঠারো বছরের ঊর্ধ্বে কতজন ভ্যাকসিন নেয়া বাকি আছে সেই তালিকা তৈরি করতে জেলা স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার জেলায় কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান।