দৌলতদিয়া নৌরুটে বাড়তি ভাড়া আদায় করলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি
দ্বিতীয় ধাপের করোনারোধে সারা দেশে সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছেন সরকার যা সোমবার (৫ এপ্রিল) থেকে কার্যকর হবে। এর আগে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে সরকার ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত ৬০ শতাংশ ভাড়া আদায় করছে ঘাট কর্তৃপক্ষ। বর্ধিত ভাড়া আদায় করলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নেই সামাজিক দূরত্বের।
তবে ঘাট কর্তৃপক্ষ বলছে, এই নৌরুটে অতিরিক্ত লঞ্চ চলাচল করলেও যাত্রীরা সামাজিক দূরত্ব মানছে না। আর পাল্টা অভিযোগ করছে যাত্রীরা।
যাত্রীরা বলছেন, লঞ্চ কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই আমাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
রবিবার দুপুরে দৌলতদিয়া লঞ্চ ঘাটে গিয়ে দেখা যায়, ঢাকা থেকে ফিরতে শুরু করেছে মানুষ। বেলা বাড়ার সাথে সাথেই সেই সংখ্যা বাড়ছে। কিন্তু পাটুরিয়া থেকে ছেড়ে আসা লঞ্চগুলোতে সাধারণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।
তাদের সবার কাছ থেকেই সরকার ঘোষিত ৬০ শতাংশ অতিরিক্ত ভাড়া নিচ্ছে কর্তৃপক্ষ। কিন্তু মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
দৌলতদিয়া লঞ্চ ঘাটের সুপারভাইজার নুরুল আনোয়ার মিলন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি লঞ্চ চলাচল করছে। আমরা সরকার ঘোষিত নিয়ম মেনেই ভাড়া আদায় করছি। কিন্তু সাধারণ মানুষ কোনো স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছেন না। আমরা বললেও তারা শুনছে না।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, এটাতো মানার কথা। আমি বিষয়টি এখনই দেখে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।