ধানক্ষেতে মরদেহ, একজন আটক
মানিকগঞ্জের সাটুরিয়ায় এক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার বালিয়াটি ইউনিয়নের গর্জনা এলাকার একটি ধানক্ষেত থেকে সোমবার বিকেল ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ বছরের আরিফ হোসেন দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া ফকিরপাড়া এলাকার ঝিলিক কবিরাজ। তিনি ধান কাটা শ্রমিকের কাজ করতেন।
আটক ৩৫ বছর বয়সী মানিক শেখ ওরফে হৃদয় একই এলাকার মেহের আলীর ছেলে। তিনিও ধান কাটার কাজ করেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, পূর্বশত্রুতার জেরে সাটুরিয়ার বালিয়াটি গর্জনা বিলে আরিফ হোসেনকে ধান কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করেন মানিক। পরে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে ফোন দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং মানিককে আটক করে।
তিনি বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যায় ব্যবহৃত কাঁচি জব্দ করা হয়েছে। আটকের পর হত্যার কথা স্বীকার করেছেন মানিক শেখ। তবে কী কারণে হত্যা করেছেন, সেটা এখনও জানা যায়নি।’