ধুনট উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে বহিষ্কার দাবি
গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরন্নবী তারিক বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় সেনা কর্মকর্তা জিয়াউর রহমান জড়িত নয়— এমন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বগুড়া ধুনট উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশ।
বগুড়ার ধুনট প্রেসক্লাবে সোমবার (২৩ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলমসহ উপজেলা আওয়ামী লীগের এক ডজনেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরন্নবী গত ১৫ আগষ্ট ধুনট আওয়ামী লীগ অফিসে এক কর্মী সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। নির্বাচন হয়েছে মধ্যরাতে। এছাড়া ১৫ আগস্ট মহান স্বাধীনতার স্থপতি, স্বাধীনতা যুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অন্য সদস্যদের হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিল না। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য সম্পর্কে অশালীন বক্তব্য দেন।
এসব বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান বলেন, টি আই এম নুরুন্নবী তারিকের এই বক্তব্য আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ব্যথিত করেছে এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
তিনি বলেন, এসব বক্তব্য উদ্দেশ্যমূলক। এই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করা ছাড়াও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা কমিটির প্রতি জোর দাবি জানাচ্ছি।
পরে উপজেলা পরিষদের সামনে টি আই এম নূরন্নবী তারিকের বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেন সংবাদ সম্মেলনের আয়োজকরা।