নদীতে নিখোঁজ যুবককে উদ্ধারে নেমে লাশ হলেন ডুবুরি
দিনাজপুরের বিরল উপজেলার ঢেপা নদীতে নিখোঁজ এক যুবককে উদ্ধার করতে গিয়ে আব্দুল মতিন (৩৮) নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের এক সদস্যের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১০টায় দিনাজপুরের বিরল উপজেলার ভদ্রবাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ঢেপা নদীতে কান্তজী বিগ্রহের নৌবিহার দেখতে এসে নদীতে নামে কাহারোল উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের বিনয় দেবশর্মার ছেলে সুজন বাবু দেবশর্মা। এ সময় তিনি নদীতে নেমে গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যান।
বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিস রংপুর থেকে ডুবুরি দলকে তলব করে।
শনিবার রংপুর ফায়ার সার্ভিসের ওই ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করলে পানির নিচে আটকা পড়েন সদস্য আব্দুল মতিন। এর পর তার সহকর্মীরা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক মর্তুজা সরকার জানান, হাসপাতালে আনার আগেই ওই ডুবুরির মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনজিল হক।
তবে নিখোঁজ সুজন দেবশর্মাকে উদ্ধার করা সম্ভব হয়নি।