নানাবাড়ি এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদীতে ডুবে মো. মাহাবুব (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামের ডাহুক নদীতে এ ঘটনা ঘটে।
ওই উপজেলার রনচন্ডি পিঠাখাওয়া গ্রামের আইনুল ইসলামের ছেলে মাহবুব।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মায়ের সঙ্গে লোহাকাচি এলাকায় নানাবাড়িতে বেড়াতে যায় মাহাবুব। শুক্রবার স্থানীয় শিশুদের সঙ্গে ডাহুক নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তলিয়ে যায় মাহবুব। অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুজির পর তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, লাশের প্রাথমিক সুরহাল শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে৷