নারায়ণগঞ্জে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সক্রিয় আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ব্যাটালিয়নের আভিযানিক দল।
সোমবার (৩০ আগস্ট) দুপুরে র্যাব ১১-এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।
রোববার (২৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়া হোলার বিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এই চক্রটিকে গ্রেপ্তার করা হয়।
এসময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজতে থাকা চাপাতিসহ পাঁচটি ধারালো অস্ত্র জব্দ করে র্যাব সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- কনক (২০), জুয়েল আহম্মেদ (২২), শামিম হোসেন (১৯), সাদ্দাম হোসেন (২১), লিয়ন খান (১৮), প্রান্ত হক সৈকত (১৮), হৃদয় ইসলাম (১৮) ও নাহিদুল ইসলাম (১৯)।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত কিশোর গ্যাংয়ের সদস্যরা সিদ্ধিরগঞ্জ এলাকায় নিয়মিত সন্ত্রাসী, ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রত্যেকে কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন যাবত তারা পরিকল্পিতভাবে রাস্তা-ঘাটে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।