নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০২১-২০২২) নির্বাচনে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সভাপতি মো. মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের নেতৃত্বাধীন প্যানেল ১৭ পদের সবকটিতে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) রাত ১২টায় নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল সাড়ে ৯টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন, সিনিয়র সহসভাপতি পদে বিদ্যুৎ কুমার সাহা, সহসভাপতি পদে বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক পদে রবিউল আমিন রনি, কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক পদে মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোহাম্মদ আসাদুর রহমান বিপ্লব, সমাজ সেবা সম্পাদক পদে ইসরাত জাহান ইনা ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে নুসরাত জাহান তানিয়া।
সদস্য পদে বিজয়ী হয়েছেন পাঁচজন। তারা হলেন: রোমানা আক্তার, আবু তাহের তালুকদার, কামরুল হাসান, সিরাজুল হক মিলন ও শরিফুল ইসলাম।
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১ হাজার ৪ ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী সামছুল ইসলাম ভুইয়া।
এদিকে সকাল থেকে দুই প্যানেলের সমর্থনে আওয়ামীলীগ ও বিএনপিপন্থী আইনজীবী এবং শীর্ষ নেতারা পৃথক দুটি প্যান্ডেলের ভেতর বসে তাদের প্রার্থীদের উৎসাহ যুগিয়েছেন।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকার, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদসহ কমিটির শীর্ষ নেতারা প্যান্ডেলের ভেতর চেয়ারে বসে ছিলেন।
একইভাবে আওয়ামীলীগের প্যান্ডেলে জেলা ও মহানগর আওয়ামীলীগের শীর্ষনেতারা উপস্থিত ছিলেন। এছাড়া আদালতপাড়ায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন বিপুল সংখ্যক আওয়ামীলী, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, মহিলা যুবলীগের নেতাকর্মীরা।