নেত্রকোনায় নিখোঁজ কলেজ ছাত্রীর লাশ উদ্ধার
নেত্রকোনায় নিখোঁজের একদিন পর আফসানা মিতু মণি (১৯) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নেত্রকোনা মডেল থানা পুলিশ সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়া গ্রামের একটি বাড়ির সামনের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।মারা যাওয়া আফসানা মিতু মণি ওই গ্রামের মো. শফিকুল ইসলাম তালুকদারের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, মিতু মণি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির সামনের পুকুরে শাক ও মাছ ধুতে যান। এরপর তিনি ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও সন্ধান পাননি।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন বলেন, ‘তদন্ত করা হচ্ছে। ঊর্ধ্বতনদের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’