ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের “৪১তম বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত
২৪শে ডিসেম্বর,২০১৯ তারিখে “টিসিবি অডিটরিয়াম”, টিসিবি ভবন(২য় তলা), ১, কাওরান বাজার ঢাকায় ন্যাশনাল টি কোম্পানী লিমিটেডের “৪১তম বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান জনাব শেখ কবির হোসেন। সভায় অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, জনাব সৈয়দ শাহরিয়ার আহসান, জনাব মোঃ সারোয়ার কামাল, জনাব মোঃ শওকত আলী ওয়ারেছী, জনাব মোঃ শাকিল রিজভী, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, জনাব মোহাম্মদ শামসুল আলম ভূঁইয়া, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক, জনাব আবুল হোসেন এবং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক, জনাব মোঃ আব্দুল আউয়াল।
উক্ত সভায় শেয়ারহোল্ডারগণ সংশ্লিষ্ট বছরের কোম্পানীর উন্নয়ন কর্মসূচী সহ বিভিন্ন কার্যাবলী সম্পর্কে আলোচনা করেন এবং ২০১৮ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত হিসাব অনুমোদন করেন। সভায় উক্ত সময়ের জন্য ২২ শতাংশ হারে নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।