পদ্মার বালুচরে মিলল কঙ্কাল
চাঁপাইনবাবগঞ্জে পদ্মার বালুচর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পার্শ্ববর্তী পদ্মা নদীর বালুচর এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করেছে পুলিশ। তবে নাম-পরিচয় পাওয়া যায়নি কঙ্কালটির।
সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, পাশে বালুচরে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এসআই সোহেলের নেতৃত্বে সদর মডেল থানা পুলিশের একটি দল কঙ্কালটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি জানান, কঙ্কালটির কোমরে গামছা আর পরনে হাফপ্যান্ট ছিল। কঙ্কালটির পাশে দড়িও উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে ভারত থেকে ভেসে আসতে পারে লাশটি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি মোজাফফর হোসেন।
শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ইউনিয়নের কেউ নিখোঁজ নেই বলেও জানান তিনি।