পদ্মায় মাছ ধরার নৌকায় বাল্কহেডের ধাক্কা, জেলে নিখোঁজ
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাছ ধরা নৌকার এক জেলে নিখোঁজ হয়েছেন।
শনিবার সকালে উপজেলার বয়রা ইউনিয়নের দাসকান্দি বয়ড়াসংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রফিক খাঁ (২৮) লেছড়াগঞ্জ ইউনিয়নের হরিহরদিয়া গ্রামের আহাম্মদ খাঁর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্রোতের বিপরীতমুখী হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাল্কহেডের ধাক্কায় দুই জেলে পানিতে পড়ে যান। একজন সাঁতরে তীরে উঠলেও অপরজন পানিতে তলিয়ে যান।
হরিরামপুর থানার দায়িত্বরত কর্মকর্তা বাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাল্কহেডটি আটক করা হয়েছে। নিখোঁজ হওয়া ব্যক্তির সন্ধানে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।