পদ্মা নদীতে চাঁদাবাজ চক্রের সদস্য ইমরান আটক
ঢাকার দোহার উপজেলায় বাহ্রাঘাট এলাকার, পদ্মা নদীর মাঝখানে বিভিন্ন নৌ-যান থেকে চাঁদা তোলার সময় ইমরান হোসেন নামে এক চাঁদাবাজকে আটক করেছে নৌ-পুলিশ। শনিবার রাতে নদীতে টহলরত নৌ-পুলিশ তাকে আটক করে।
দোহার কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়িতে কর্মরত নৌ-পুলিশ জানায়, ইমরান একটি চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তিনি মানিকগঞ্জ উপজেলার হরিরামপুর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত শাহীন শেখের ছেলে।
দোহার থানা পুলিশ জানায়, এ সময় ইমরানের কাছ থেকে বিভিন্ন নৌ-যান থেকে অবৈধভাবে আদায়কৃত নগদ টাকা ও একটি ইঞ্জিনচালিত পুরাতন ট্রলার উদ্ধার করা হয়েছে। ট্রলারটির মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ ঘটনায় ইমরানসহ আরও ২ জন চিহ্নিত চাঁদাবাজকে আসামি করে দোহার থানায় মামলা হয়েছে।
দোহার কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ি ইনর্চাজ মো. শামছুল আলম বলেন, দোহার এলাকার পদ্মা নদীতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই চক্রের সদস্যরা চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।