পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিনে কুয়াকাটায় ২১ জনকে জরিমানা
পর্যটন কেন্দ্র খোলার প্রথম দিন বৃহস্পতিবার কুয়াকাটায় স্বাস্থ্যবিধি না মানায় ৫৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত ১০ জনকে ২০ হাজার টাকা এবং ১১ রেস্টুরেন্ট ও আবাসিক হোটেল ব্যবসায়ীকে ৩৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন।
সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট ও চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল।
তিনি যুগান্তরকে জানান, করোনা সংক্রমণ রোধে প্রথমে মাইকিং করে পর্যটক ও ব্যবসায়ীদের সচেতন করা হয়। তারপরও যারা স্বাস্থ্যবিধি মানেননি তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।