পুলিশের দেওয়া পাকা বাড়ি পাচ্ছে গৃহহীন পরিবার
নীলফামারীর কিশোরগঞ্জে অসহায় এক গৃহহীন পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছে থানা পুলিশ। সোমবার বিকালে গৃহহীনের জন্য বাড়ি নির্মাণের স্থান পরিদর্শন করেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোকলেছুর রহমান।
এ সময় মেলাবর গ্রামের গৃহহীন ফুলবাসী বালার পরিবারকে দুই শতক জমিসহ বাড়ি নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
এর আগে বিকাল সাড়ে ৫টায় বড়ভিটা ইউনিয়নের মেলাবর টটুয়ার ডাঙ্গায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার।
এছাড়াও সেখানে বক্তব্য রাখেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোয়ার আলম, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, রণচন্ডী বসুনিয়াপাড়া মাদ্রাসার সুপার মোজাফ্ফর হোসেন ও বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়া প্রমুখ।
এদিকে পাকা বাড়ি বরাদ্দ পাওয়া ওই গ্রামের ফুলচাঁদ চন্দ্র ও তার স্ত্রী ফুলবাসী বালা জানান, একজনের রোজগারে তারা চারজনে খান। খাসজমির ওপর পলিথিন মোড়ানো ঝুপড়ি ঘরে থাকেন তারা। পাকা বাড়ি পেলে ঝড়-বৃষ্টির ভয়ে থাকতে হবে না তাদের আর। ঘরে খুঁটি ও বেড়া দেয়া লাগবে না, অন্যের বাড়িতে কামলা শেষে রাতে নিশ্চিন্তে থাকা যাবে। যারা বাড়ি নির্মাণ করে দেবে তাদের মঙ্গল কামনা করেন তারা।